অ্যাপলসর্বশেষ টেক নিউজ

ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ত্রুটি

প্রযুক্তি বিষয়ক মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপল জানায়,

তাদের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি ধরতে পেরেছে তারা। এখন সেটা সমাধান করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের সর্বশেষ সংযোজন ম্যাক ওএস হাই সিয়েরা’তে যে ত্রুটি ধরা পড়েছে তার ফলে যে কেউ পাসওয়ার্ড ছাড়ায় যন্ত্রটিতে প্রবেশ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে।

অ্যাপলের এই মারাত্মক ত্রুটিটি প্রথম আবিষ্কার করেন একজন তুরস্কের ডেভেলপার, যার নাম “লেমি এরগিন”। তিনি দেখতে পান যে ইউজার নেমে ইংরেজিতে ‘root’ লিখলে পাসওয়ার্ড এর জায়গাটা খালি বা শূন্য হয়ে পড়ে। এবং ‘enter’ বাটনে কয়েক বার চাপ দিলে, সে যে যন্ত্রে বা ম্যাকের সিস্টেমে ঢুকতে চাচ্ছে সেখানে সহজে ঢুকতে পারছে।

এদিকে এরগিন অ্যাপলের এই ত্রুটির কথা প্রকাশ করায় সমালোচনার শিকার হয়েছেন।

 

 

তথ্য সূত্র:- “বিবিসি বাংলা”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।