উইন্ডোজ ১০ এখন ৬০ কোটিতে
চলতি বছরের শুরুতে উইন্ডোজ ১০ চালিত ৫০ কোটি সক্রিয় ডিভাইসের হিসাব দিয়েছিল সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
সম্প্রতি একটি প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটিতে।
এটি উন্মোচিত হয় ২০১৪ সালের ১৪-ই সেপ্টেম্বর এবং ২০১৫ সালের ২৯ জুলাই এটি মুক্তি পায়। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচন করে মাইক্রোসফট। সে সময় প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা ঠিক করে দুই থেকে তিন বছরের মধ্যে শতকোটি ডিভাইসে উইন্ডোজ ১০ চলবে। কিন্তু নতুন তথ্য অনুযায়ী ওই লক্ষ্যমাত্রার এখনও বেশ দূরে রয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে মাইক্রোসফট স্বীকার করেছে যে, তারা তাদের এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না। এরই মধ্যে সর্বশেষ এই অপারেটিং সিস্টেমটি ২৭ মাস পেরিয়েছে।
আগের উইন্ডোজগুলো থেকে ভিন্নভাবে তৈরি করা হয়েছে উইন্ডোজ ১০। ত্রুটি সারানোর পাশাপাশি নতুন ফিচার নিয়ে নিয়মিতভাবে এটি আপডেট করা হয়।
তথ্য সূত্রঃ- “Arstechnica”