সর্বশেষ টেক নিউজ

বাংলাদেশে চালু হল ‘টুইটার লাইট’

বাংলাদেশে কম ডেটা খরচ করে টুইটার ব্যবহার করার সুযোগ দিচ্ছে টুইটার। এত দিন ফিলিপাইনসে এটি “টুইটার লাইট” নামে পরীক্ষামূলকভাবে চালু ছিল।

টুইটার কর্তৃপক্ষ জানায়,

ডেটা বান্ধব সংস্করণটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ২৪টি দেশে চালু করা হয়েছে; যার মধ্যে বাংলাদেশ রয়েছে।

গুগল প্লেস্টোরে থাকা লাইট অ্যাপটিবাংলাদেশে চালু হল 'টুইটার লাইট' 2তে তিন মেগাবাইটেরও কম জায়গা লাগে। এটি টুজি ও থ্রিজি নেটওয়ার্কে দ্রুত লোড হয়। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেও অফলাইন সমর্থন করে।

ফেসবুকের লাইট সংস্করণের মতো টুইটার লাইটে ডেটা সাশ্রয় করার বিশেষ ব্যবস্থা আছে। এতে ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী ছবি ও ভিডিও ডাউনলোড করতে পারেন।

 

টুইটারের পণ্য ব্যবস্থাপক জেসার শাহ বলেন,

গত এপ্রিল মাসে টুইটার লাইট তৈরি করা হয়। কম ডেটা লাগার কারণে মোবাইলে ব্যবহারকারীদের কাছে এর অভিজ্ঞতা খুব ভালো। এর ফলে টুইটার ব্যবহারকারীর হার বেড়েছে। টুইটার লাইট ব্যবহার করে ৫০ শতাংশ পর্যন্ত টুইট করার হার বেড়েছে। গত সেপ্টেম্বর মাসে এটি ফিলিপাইনসে পরীক্ষামূলকভাবে অবমুক্ত করা হয়। ব্যবহারকারী ও প্লেস্টোরে মূল্যবান প্রতিক্রিয়া পাওয়া যায়। ইতিবাচক ফলাফল পাওয়ায় বিশ্বের কয়েকটি নতুন দেশে টুইটার লাইট চালু করা হচ্ছে।

 

তথ্য সূত্রঃ- “Engadget”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

One thought on “বাংলাদেশে চালু হল ‘টুইটার লাইট’

  • অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য।
    ফেসবুক হ্যাকিং বন্ধ করার কৌশল শিখতে নিচের লিংকে ভিজিট করুন।
    bit.ly/2BTFysS

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।