বাংলাদেশে এল ‘আইফোন এক্স’
বাংলাদেশের বাজারে আইফোন’র সর্বশেষ সংস্করণ ‘আইফোন এক্স’ আনছে মোবাইল ফোন অপারেটর রবি। হ্যান্ডসেটটি কিনতে গত শুক্রবার থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রবি’র ওয়েবসাইট https://www.robi.com.bd/#rmHEFDXAFDocT1Az.97 রবি সেবা, এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও শপডট রবি ডটকমে প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা।
আইফোন-এক্স হ্যান্ডসেটটির দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৯৯০ টাকা এবং আইফোন-এক্স হ্যান্ডসেটটির দাম পড়বে ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা। হ্যান্ডসেটটির সাথে বিনামূল্যে ১০ জিবি ইন্টারনেট উপভোগের সুযোগ পাবেন রবি ও এয়ারটেল’র গ্রাহকরা।
জানা যায়, আগামী ৭ ডিসেম্বর থেকে আগ্রহী ক্রেতাদের হাতে হ্যান্ডসেটটি হস্তান্তর করা হবে।