সেরা স্মার্টফোনের খেতাব পেলো হুয়াওয়ে মেট টেন প্রো
অ্যান্ড্রয়েড অথোরিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে তাদের ওয়েবসাইটে। সেই প্রতিবেদনে তাদের বিচারে ২০১৭ সালের সেরা স্মার্টফোন হুয়াওয়ে মেট টেন প্রো। বিভিন্ন বিষয়ের উপর লক্ষ্য করে এটি নির্ধারণ করেছে ওয়েবসাইটটি।
তাদের বিচারে মোট ৮ টি বিষয়ের উপর ভিত্তি করে এটি নির্ধারণ করেছে। সেই বিষয়গুলো হলো ডিসপ্লে, ক্যামেরা (ব্যাক), ক্যামেরা (ফ্রন্ট), ব্যাটারি, অডিও, কর্মক্ষমতা, ইউজার এক্সপিরিয়েন্স (ইউএক্স) ও ভ্যালু ফর মানি বা অর্থোপযোগিতা। এই সকল বিষয়ে হুয়াওয়ে মেট টেন প্রো মোট ৩৬১ পয়েন্ট পেয়েছে। এই পয়েন্ট পেয়েই প্রথম হয়েছে এই স্মার্টফোনটি।
আমাদের দেশের বাজারে এখন এটি আসেনি। তবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসেই ফোনটি দেশের বাজারে উন্মোচিত হবে।