ওয়ালটন বাজারে এনেছে গেইমিং কিবোর্ড এবং মাউস
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন গেইমিং কিবোর্ড এবং অপটিক্যাল মাউস। নতুন গেইমিং কিবোর্ডের মডেল হলো ডব্লিউকেজি০০১ডব্লিউবি প্রো।
গেইমিং কিবোর্ডের ডাইমেনশন ৪৬৫*১৬৫*৩৫ মিমি। এতে রয়েছে গেইমিং বাটন। এর মোট বাটন ১০৪ টি এবং একসঙ্গে ১৯ টি বাটন কাজ করে। ওয়ালটনের গেইমিং কিবোর্ডের ওপরের কভারে ব্যবহার করা হয়েছে সোনালি রঙের অ্যালুমিনিয়াম অ্যালয়। এর বাটন সাদা রঙের। এতে রয়েছে তিনটি ভিন্ন রঙের ব্যাকলাইট। কিবোর্ডটির দাম ধরা হয়েছে ১ হাজার ৪৯০ টাকা।
অপটিক্যাল মাউস পাওয়া যাবে ৭ রঙের ব্যাকলাইট। ডব্লিউএমএস০০৪ডব্লিউবি মডেলের মাউসটির দাম পড়বে ৩৯০ টাকা এবং ডব্লিউএমএস০০৫ডব্লিউএন মডেলের মাউসটির দাম ২৫০ টাকা।