২০১৭ সালের সবচেয়ে বাজে পাসওয়ার্ড
শেষ হতে চলছে আরেকটি বছর। ২০১৭ সালের সবচেয়ে বাজে পাসওয়ার্ডের তালিকা করেছে ইন্টারনেট বিশেষজ্ঞরা। সেই তালিকা থেকে জানা যায় পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে সেই পুরানো অভ্যাস ধরে রেখেছেন ব্যবহারকারীরা। চলুন জেনে নেওয়া যাক ২০১৭ সালের সবচেয়ে বাজে পাসওয়ার্ড।
২০১৩ সাল থেকে এখন পর্যন্ত 123456 নম্বরের পাসওয়ার্ডটি শীর্ষে রয়েছে। এই পাসওয়ার্ডটি সহজে মনে রাখা যায় তাই ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়। কিন্তু ইন্টারনেট বিশেষজ্ঞরা এই ধরণের পাসওয়ার্ড ব্যবহার করতে নিষেধ করেন।
২য় অবস্থানে আছে password শব্দটি। ৩য় স্থানে রয়েছে 12345678 নম্বরের পাসওয়ার্ড। এরপরের অবস্থানে আছে কিবোর্ডের Q সিরিজের প্রথম ৫ টি অক্ষর। এগুলো হলো qwerty। ৫ম অবস্থানে আছে 12345 নম্বর পাসওয়ার্ড।
বাকি ২০ টি পাসওয়ার্ড হলঃ
123456789
letmein
1234567
football
iloveyou
admin
welcome
monkey
login
abc123
starwars
123123
dragon
passw0rd
maste
hello
freedom
whatever
qazwsx
trustno1
এই সকল পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকবেন।