‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস টু’- ৫০ কোটি আয় করলো
বাজারে আসার ২৪ ঘণ্টার মধ্যেই ৫০ কোটি ডলার আয় করেছে মিলিটারি শুটিং গেইম ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস টু’।
গেইমটির নির্মাতা অ্যাকটিভিশন জানিয়েছে, এবার নিয়ে টানা চতুর্থবারের মতো বছরের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট লঞ্চ হলো কল অফ ডিউটি গেইমটির মাধ্যমে। খবর সিনেট-এর।
শেষ কয়েক বছরে পুরোদস্তুর একটি ফ্রাঞ্চাইজে পরিণত হয়েছে কল অফ ডিউটি। এ বছরেই বাজারে আসা গেইম হেলো ফোর প্রথম ২৪ ঘণ্টায় আয় করেছিলো ২০ দশমিক ২ কোটি ডলার। কিন্তু প্রথম ২৪ ঘণ্টায় ব্ল্যাক অপস টু আয় করেছে তার দ্বিগুণেরও বেশি।
তবে হেলো ৪ কেবল এক্সবক্স ৩৬০ এবং পিসিতে খেলা সম্ভব, যেখানে কল অফ ডিউটি সব ধরনের গেইমিং কনসোলে খেলার উপযোগী।
আরো চমকপ্রদ তথ্য জানিয়েছে গেইমটির নির্মাতা অ্যাকটিভিশন। স্টার ওয়ার্স এবং হ্যারি পটারের মতো মুভি ফ্রাঞ্চাইজের থেকেও বেশি আয় করেছে পুরো কল অফ ডিউটি ফ্রাঞ্চাইজ।