সর্বশেষ টেক নিউজপ্রতিবেদন

নতুন গেমিং মাদারবোর্ড অরোজ সিরিজ বাজারে

তাইওয়ানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের অরোজ সিরিজের নতুন মাদারবোর্ড। এর মডেল হল অরোজ ৩৯৯। এটি দেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। 

এই মাদারবোর্ডটিতে এএমডি রাইজেন থ্রেডরিপার প্রসেসর সমর্থনকারী কোয়াড চ্যানেল ইসিসি-নন ইসিসি আনবাফারড ডিডিআর৪ স্লট। রেয়ার ৩.১ স্লট, ৪ ওয়ে গ্রাফিক্স কার্ড, সার্ভার ক্লাস ডিজিটাল পাওয়ার ডিজাইন, ফাস্ট ফ্রন্ট, গোল্ড প্লাটেড সলিড পাওয়ার কানেকটর এবং এএলসি১২২০ ১২০ ডিবি এসএনআর এইচডি অডিও। তাছাড়া এই মাদারবোর্ডটিতে কিলার ই২৫০০ জিবিই ল্যান গেমিং নেটওয়ার্ক রয়েছে।

ট্রিপল আল্ট্রা ফাস্ট এম.২ উইথ পিসিআইই জেনারেন ৩ এর ৪টি ইন্টারফেস, ইউএসবি ডিএসি ইউপি ২, প্রিসাইস ডিজিটাল ইউএসবি ফিউজ ডিজইন এবং স্টার্ট ফ্যানসহ আরো অত্যাধুনিক সব ফিচার রয়েছে মাদারবোর্ডটিতে।

নতুন এই গেমিং মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে ৪২ হাজার টাকা এবং ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।

 

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।