দেশের বাজারে আসছে গ্যালাক্সি এ৮ প্লাস
বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন এ৮ প্লাস দেশের বাজারে নিয়ে আসছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। আজ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত প্রি বুকিং করা যাবে। এতে বিশেষ ছাড় পাওয়া যাবে।
এই ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে রেশিও ১৮.৫ঃ৯। ফোনটি ৪ এবং ৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ৩২ এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। তা এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটি পানি প্রতিরোধী।
প্রি বুকিং এ মোবাইল অপারেটরদের বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। ফ্লাগশিপ এই ফোনটির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯০০ টাকা।