সর্বশেষ টেক নিউজ

১ টেরাবাইটের ফ্ল্যাশড্রাইভ আনছে স্যানডিস্ক

বিশ্বের সবচেয়ে ছোট আকারে ১ টেরাবাইটের ফ্ল্যাশ ডিস্ক বাজারে আনছে ওয়েস্টার্ন ডিজিটালের মালিকানাধীন স্যানডিস্ক। লাস ভেগাসে কঞ্জিউমার ইলেকট্রনিক শো তে এই ফ্ল্যাশড্রাইভটি উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি এই বিষয়ে জানিয়েছে, এটি বর্তমানে প্রটোটাইপ পর্যায়ে আছে। তবে এর দাম সম্পর্কে কিছু বলেনি প্রতিষ্ঠানটি।

এটিতে ইউএসবি টাইপ-সি সমর্থন করবে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই স্মার্টফোন, পিসি বা ল্যাপটপে ডাটা ট্রান্সফার করতে পারবে।

তবে এটি সবচেয়ে বড় ফ্ল্যাশড্রাইভ নয়। এর আগে কিংস্টোন ২ টিবি ফ্ল্যাশড্রাইভ উন্মুক্ত করেছিল। কিন্তু সেটি আকারে বড় ছিলো।

স্যানডিস্ক ২৫৬ জিবির সবচেয়ে ছোট ফ্ল্যাশড্রাইভ উন্মুক্ত করেছে। যার মাধ্যমে ৩.১ প্রজন্মের রিড স্পিড ১৩০ মেগাবাইট পার সেকেন্ড। যার মূল্য ধরা হয়েছে ১২ হাজার ৪০০ টাকা।

 সোর্সঃ দ্যা ভার্জ

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।