দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন
দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন। ফোনটির মডেল হল ক্যামন আই। ফোনটি দেশের বাজারে নিয়ে এসেছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড।
টেকনোর নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৫.৬৫ ইঞ্চি আইপিএস ইনফিনিটি ডিসপ্লে। এতে ৩ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৩২ জিবি রম। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর থাকায় ফোনটি ব্যবহার করে ব্যবহারকারীরা পাবে দূর্দান্ত পারফরমেন্স।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক এবং সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে লো লাইটে অনেক ভালো ছবি তোলা যাবে।
ফোনটিতে থাকছে ৩ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটিতে অ্যান্ড্রয়েড ৭.০ (নুগাট) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
টেকনোর নতুন স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৬৯০ টাকা। আর সাথে থাকছে ১৩ মাসের ওয়ারেন্টি এবং ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট সুবিধা।