সফটওয়্যার ও হার্ডওয়্যার রপ্তানিতে অর্থ সহায়তা দিবে সরকার
গত ১১ই জানুয়ারীতে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান যে চলতি অর্থবছর থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যার সহ তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ অর্থ সহায়তা দেবে সরকার।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন,
‘হার্ডওয়ার, সার্ভিস সেক্টরে এবং সফ্টওয়্যার সেক্টরে- এই তিনটা জায়গায় যদি বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট বাইরের দেশে রপ্তানি করে,
তাহলে ১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ তারা পাবে এই অর্থবছর থেকেই।
এসময় নতুন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন দেশীয় যেসব
প্রতিষ্ঠান হার্ডওয়্যার বা সফটওয়্যার নির্মাণ করবে তাদের ২০২৪ সাল পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়ার কথা চিন্তা করছে সরকার । খুব শিগরির ই তারা সরকার থেকে খুব ভালো কিছু সংবাদ দিবেন এই বিষয়ে।