বাজারে নকিয়ার ব্লুটুথ হেডসেট
গেজেট বাজারে নতুন করে নকিয়া ব্লুটুথ হেডসেট নিয়ে হাজির হয়েছে। একসময় নকিয়ার মোবাইলের মত ব্লুটুথ হেডসেটও অনেক জনপ্রিয় ছিলো।
ব্লুটুথ হেডসেটটি ইয়ারবাডের তৈরি। ইয়ারবাডটি অ্যালুমিনিয়ামের তৈরি। ইয়ারবাডের মাঝে একটি তার রয়েছে। এটিতে পানি বা ধূলা সমস্যায় পড়বে না ব্যবহারকারীরা। আইপি৫৫ প্রোটেকশন রেটিংয়ের হওয়ায় ব্যায়ামের সময় এটি ব্যবহার করা যাবে।
এটি ব্যবহারকারীরা টানা ৭২ ঘণ্টা চালানো যাবে এবং এর স্ট্যান্ডবাই ১৪৪ ঘণ্টা।
প্রতিষ্ঠানটি এর দাম নির্ধারণ করছে ৪৬ ডলার বা ৩ হাজার ৮০০ টাকা।