সর্বশেষ টেক নিউজমোবাইল-ম্যানিয়া

ওয়ালটনের বাজেট স্মার্টফোন প্রিমো ই৮এস

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন প্রিমো ই৮এস। এটি দেশে তৈরি দ্বিতীয় ফোন। এটি প্রিমো ই৮আই মডেলের উন্নত সংস্করণ। 

ফোনটিতে রয়েছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে। এতে ১ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ হল ৮ জিবি এবং তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

নতুন এই স্মার্টফোনটির সামনে এবং পিছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ১ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাজারে ফোনটিতে ৩ টি রঙে পাওয়া যাবে। তা হলো কালো, সোনালি এবং ধূসর। ফোনটির মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।