সিএনজি ডাকবে হ্যালো
ডিজিটাল বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও উবার এর উদ্ভব যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলো সি এন জি ও ক্যাব সার্ভিস গুলোকে সেটাকে গ্রহন করেই এবার মাঠে নামছে হ্যালো রাইড শেয়ারিং অ্যাপ। যদিও পরীক্ষামূলকভাবে
এই অ্যাপ সেবাটি রাজধানী ঢাকায় মাস দুয়েক চলবে, তবে হ্যালো এপ’র শুরু আরো আগে থেকেই।
টপ আইডিয়া ইমপ্লিমেন্টেশন প্রতিষ্ঠানের তৈরী এই অ্যাপটির মাধ্যমে এবার সি এন জি অটোরিক্সা গুলোর এবার একটি গতি হবে বলে অনেকেই আশা করছেন। তবে টিআইআই এর লক্ষ্য কার সহ বাইক ও।
হ্যালো রাইড শেয়ারিং অ্যাপ এর মাধ্যমে সিএনজি ভাড়া প্রথম ২ কিলোঃ ৪০ টাকা, এবং পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা হারে কাটবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলন এর আগের দিনই অফিশিয়ালি অনুমোদন পায় অ্যাপ হ্যালো, যার নিবন্ধন কার্যক্রম ও পরদিন থেকেই শুরু।
Hellow Ride Sharing App Download Link
প্লেস্টোরে অ্যাপ রিভিউ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলে সময় গড়াতে গড়াতে এর অভূতপূর্ব উন্নয়ন আশা করা যায়।