এইচটিসির নতুন স্মার্টফোন ইউ১১ আইস
তাইওয়ানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি উন্মোচন করেছে নতুন ফোন। ফোনটির মডেল হল ইউ১১ আইস। এই ফোনটির মূল আকর্ষণ হলো ডুয়েল সেলফি ক্যামেরা এবং ব্যাটারি।
ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি ডিসপ্লে। এর রেজুলেশন হল ১০৮০*২১৬০ পিক্সেল এবং রেশিও ১৮:৯। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। যা এসডি কার্ড দিয়ে ৪০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে এসডি কার্ড ব্যবহার করলে ডাবল সিম ব্যবহার করা যাবে না।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য এতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
তাদের নতুন স্মার্টফোনে থাকছে না বহুল প্রচলিত ৩.৫ মিমি হেডফোন জ্যাক। দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য ফোনটিতে ৩ হাজার ৯৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ফাস্ট চার্জিং ৩.০।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.০।
বাজারে ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে তা হলো কালো, লাল এবং নীল। ফোনটির মূল্য ৫০০ ইউরো বা ৫০ হাজার ৮৫০ টাকা।
তথ্য- জিএসএসএরিনা