উন্মোচিত হলো মেইজু এম৬এস
বাজারে উন্মোচিত হলো মেইজুর নতুন ফোন। ফোনটির মডেল হলো মেইজু এম৬এস। ১৯ জানুয়ারী থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।
ফোনটিতে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল এবং রেশিও ১৮:৯। ফোনটির প্রসেসর হিসেবে এক্সিনোজ ৭৮৭২ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৩ জিবি র্যাম রয়েছে এবং ৩২ ও ৬৪ জিবি রমের সংস্করণ পাওয়া যাবে।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনের ক্যামেরায় অ্যাপাচার এফ ২.০ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যবহারকারীর সুরক্ষার জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এটি ফোনটির সাইডবারের পাওয়ার বাটনে দেওয়া হয়েছে।
ফোনটিতে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ফোনটি দ্রুত চার্জ হবে।
ফোনটি ৩ টি রঙে বাজারে পাওয়া যাবে তা হলো কালো, নীল, গোল্ড এবং সিলভার। ফোনটির মূল্য ধরা হয়েছে ১৫৫ ডলার বা ১২ হাজার ৯০০ টাকা। তবে এর ৬৪ জিবি সংস্করণের জন্য আপনাকে ১৮৬ ডলার বা ১৫ হাজার ৫০০ টাকা গুণতে হবে।