ফেইসবুকের নতুন আপডেটে বিশ্বাসযোগ্য খবরের উপর জোর
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক একের পর এক নতুন আপডেট নিয়ে আসছে। ফেইসবুকের এই নতুন আপডেটে বিশ্বাসযোগ্য খবরকে প্রাধান্য দেওয়া হবে। এতে ব্যবহারকারীরা সঠিক খবর তাদের নিউজফিডে পাবেন।
ফেইসবুক নিউজফিডে ভুয়া খবরের ছড়াছড়ি থাকে। এতে ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়। এইসব কারণে ফেইসবুক কর্তৃপক্ষকেও সমালোচনার মুখে পড়তে হয়। এই সমালোচনা থেকে মুক্ত পেতে এই সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
এই বিষয়ে ফেইসবুক প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছে, ব্যবহারকারী নিজেরাই ঠিক করবেন কোন সংবাদ মাধ্যমটি বিশ্বাসযোগ্য খবর দেয়। এর জন্য ব্যবহারকারীদের মাঝে জরিপ করবে ফেইসবুক। ব্যবহারকারীর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফেইসবুকের নতুন আপডেটে নিউজফিডে ৪ শতাংশ খবর দেওয়া হবে। তা আগে ছিল ৫ শতাংশ।
ফেইসবুকের নতুন আপডেটের ফলে ভুয়া খবরের হাত থেকে রেহাই পাবে ব্যবহারকারীরা।