সর্বশেষ টেক নিউজপ্রযুক্তি-বাজার

ল্যাপটপে আসছে ইন্টেল কোর আই৯

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ল্যাপটপের জন্য নিয়ে আসছে নতুন প্রসেসর। ৮ম প্রজন্মের প্রসেসরের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরো নতুন কয়েকটি প্রসেসর। 

এটিই প্রথম কোর আই৯ সিরিজের প্রসেসর ল্যাপটপের জন্য। নতুন প্রসেসরটি কফি লেক এইচ সিরিজের আর্কিটেকাচারে তৈরি। এই সিরিজের দুটি ল্যাপটপ ওয়ার্কস্টশন প্রসেসর ইন্টেল জিয়ন রয়েছে।

ল্যাপটপে আসছে ইন্টেল কোর আই৯ 2

এটির সিপিউ নাম ইন্টেল কোর আই৯ ৮৯৫০এইচকে। এটিতে থাকছে ৬ টি সিপিউ কোর এবং ১২ টি সিপিউ থ্রেড। এই প্রসেসরের কার্যক্ষমতা কোর আই৭ এর চেয়ে অনেক গুণ বেশি। তাছাড়া জিয়ন প্রসেসরেও ক্যাশ ও স্পিডে এগিয়ে থাকবে অনেক। এতে বিশেষ সুবিধা হিসেবে ওয়ার্কস্টেশন ফিচার যুক্ত করা যাবে।

নতুন প্রসেসর যুক্ত ল্যাপটপগুলো চলতি বছরের ৩য় প্রান্তিক থেকে বাজারে আসবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।