নকিয়ার নতুন ফোনে থাকছে ৫টি ক্যামেরা লেন্স
এইচএমডি গ্লোবাল নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি ফোন। নকিয়ার নতুন ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ টি ক্যামেরা লেন্স। নতুন বছরে নতুন এই গুজব ছড়িয়েছে চাইনিজ ফোরাম বাইডু।
চাইনিজ এই ফোরামের তথ্য থেকে জানা যায়, নকিয়ার এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। কিন্তু ফোনটির চমক হচ্ছে এতে ব্যবহার করা ৫টি আলাদা আলাদা ক্যামেরা লেন্স। ফোনটিতে ক্যামেরা লেআউটে ৭টি জায়গা থাকবে। ৫টি ক্যামেরা লেন্সের জন্য আর ২টি এলইডি ফ্ল্যাশের জন্য।
এটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। কিন্তু এটি হতে যাচ্ছে অন্য সকল ফোন থেকে আলাদা। এখন দেখার বিষয় এই গুজবটি সত্যি হয় কিনা। তবে সত্যি হলে এটিই হবে ২০১৮ সালের প্রধান আর্কষণ।
তথ্যঃ বাইডু এবং নকিয়া লেটেস্ট