এন্ট্রি লেভেল সেলফিফোন অপ্পো এ৮৩
চাইনিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো দেশের বাজারে নিয়ে আসছে নতুন একটি স্মার্টফোন। এর মডেল হল অপ্পো এ৮৩। এটি একটি এন্ট্রি লেভেল সেলফিফোন।
এক বিজ্ঞপ্তিতে অপ্পো জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারী থেকে ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।
ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চি ফুল স্কিন ডিসপ্লে। এর রেজুলেশন ৭২০*১৪৪০ পিক্সেল এবং রেশিও ১৮:৯। এতে মিডিয়াটেক এমটি৬৭৬৩টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৩ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। এর রম ৩২ জিবি।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে ৩ হাজার ১৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীর সুরক্ষার জন্য রয়েছে ফেইস আনলক ফিচার।
ফোনটির দাম কত হবে তা এখনো জানানো হয়নি।