সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

ফেসবুক এ রক্তদান

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক চালু করেছে নতুন একটি ফিচার। রক্তদান নিয়ে এই ফিচারটি। মঙ্গলবার থেকে আমাদের দেশে ফিচারটির যাত্রা শুরু। 

ফেইসবুকের এই নতুন ফিচারের ফলে রক্তদান কর্মসূচী আর সহজ হবে। খুব সহজে রক্তের ডোনার পাওয়া যাবে। এই ফিচারটির মাধ্যমে যাদের রক্ত দরকার হবে তারা জানতে পারবে তাদের আশেপাশে রক্ত দেবার মত কেউ আছে কিনা।

অ্যাপটিতে ব্যবহারকারী তাদের রক্তের গ্রুপ জানিয়ে দিবে এবং লোকেশন তো থাকছেই। এরপর আশেপাশের কারো রক্ত দরকার হলে সেই ব্যবহারকারীর কাছে মেসেজ চলে যাবে। রক্ত দিতে চাইলে সেই মেসেজ অ্যাকসেপ্ট করে যোগাযোগ করতে পারবে।

এটি ব্যবহার করা অনেক সহজ। এটির সাথে যুক্ত হতে চাইলে Become a Blood Donor  লিখে ফেইসবুকে সার্চ করুণ। এখানে ক্লিক করে দেখে নিন। 

ফেসবুক এ রক্তদান 2

এ ছাড়া গুগল প্লেস্টোর এবং ওয়েবসাইটে এটি পাওয়া যাবে। তাহলে আর দেরি না করে যুক্ত হয়ে যান ফেইসবুকের এই ফিচারের সাথে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।