স্যামসাং গ্যালাক্সি জে৮ এর স্পেসিফিকেশন ফাঁস
বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি ফোন। এটির নাম হতে পারে গ্যালাক্সি জে৮। এর মডেল এসএম-জে৭২০এফ।
ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এর রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল এবং রেশিও ১৮:৯। এর প্রসেসর হিসেবে থাকছে স্যামসাংয়ের এক্সনোস ৭৮৮৫। এতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং এর রম হতে পারে ৩২ জিবি।
ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ওরিও।
এখন চোখ রাখতে মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেস ২০১৮ এর দিকে।