সোশ্যাল মিডিয়া

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড

গত বছরই ফেসবুক ইউজারদের একাংশ প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি ইউজ করেছেন, যার মাধ্যমে নিজের প্রোফাইলের ছবিটি কপি হওয়া কিংবা ট্যাগ দেওয়া থেকে সুরক্ষিত রাখতে পারবেন। তবে আজকে আমিও এই ফিচারটির জন্য এলিজিবল হই।আপনিও চাইলে লিংকে ক্লিক করে চেক করতে পারেন।

মূলত এর মাধ্যমে আপনি ফেসবুক এর প্রোফাইল পিকচারটিকে সরাসরি কপি হওয়া থেকে রুখতে পারবেন। পাশাপাশি যেকেউ চাইলে ট্যাগ কিংবা শেয়ার করতে পারবে না।

তবে প্রতিবার আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করলে প্রত্যেকবারই প্রোফাইল পিকচার গার্ড দিয়ে সুরক্ষিত করতে হবে।

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড 2

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড 3

 

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড 4

নেগেটিভ সাইডঃ

তবে আপনার প্রোফাইল পিকচার অ্যালবাম এর প্রাইভেসি অনুযায়ি অ্যালবাম থেকে ছবি ঠিকই কপিয়েবল থাকবে :/ তার মানে তখন প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি বলবত থাকলেও অ্যালবামের ক্ষেত্রে কোন কাজেই আসবেনা।

 

তা প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি  কেমন লাগ্লো জানাতে ভুলবেন না।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।