বাজারে প্রোলিংক’র নতুন মডেম
দেশের বাজারে এসেছে প্রোলিংক এর নতুন মডেম। এর মডেল হলো প্রোলিংক পিএইচএস৩০১। এটি বাজারে এনেছে টেক রিপাবলিক।
৩.৫ জি মডেমটি দিয়ে ব্যবহারকারীরা পিসি বা ল্যাপটপ থেকে কল করা এবং এসএমএস পাঠাতে পারবেন।
এই মডেম দিয়ে এর ব্যবহারকারীরা বিভিন্ন ফাইল সংরক্ষণ করতে পারবে। এ ছাড়া এটি দিয়ে ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবে।
নতুন এই মডেমটির ডাউনলিংক স্পিড ৭.২ এবং আপলিংক স্পিড ৫.৭ এমবিপিএস।
এই মডেমটির মাধ্যমে ব্যবহারকারীরা ত্রিমুখী সুবিধা পাবে। মডেমটি থেকে ব্যবহারকারীরা অনেক ভালো সুবিধা পাবে। এক মডেম দিয়ে অনেকগুলো কাজ করতে পারবে এর ব্যবহারকারীরা।
এই মডেমটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা। তাহলে কিনেই ফেলুন প্রোলিংক এর এই মডেমটি।