অ্যাপল আইফোন ১০ উৎপাদন বন্ধ করছে
বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আইফোন ১০ এর উৎপাদন বন্ধ করে দিবে। এই তথ্যটি জানিয়েছে কেজিআই সিকিউরিটিজের মিং চি কু।
মিং চি কু এই বিষইয়ে বলেছে, চলতি বছরেই নতুন ২টি আইফোন বাজারে৩ আনতে যাচ্ছে অ্যাপল। তাই আইফোন ১০ এর দাম কমে যাবে। তবে অ্যাপল দাম কমানোর পক্ষে নয়। কারণ দাম কমানো হলে নতুন ফোনের বিক্রি কমে যাবে। নতুন ফোনের বিক্রি বাড়াতেই চলতি বছরের ১ম প্রান্তিকের পর আইফোন ১০ এর উৎপাদন বন্ধ করা হবে।
আইফোন ১০ বাজারে এসে ছিলো গত বছরের ৩ নভেম্বর।
অ্যাপলের নতুন ফোনগুলোর মডেল হতে পারে আইফোন ১০ প্লাস এবং আইফোন ৯ বা এক্স ২। এখন দেখা যাক কি হয়!