সর্বশেষ টেক নিউজ

কম দামে মাইক্রোসফট ল্যাপটপ

মাইক্রোসফট বাজারে নিয়ে আসতে যাচ্ছে কম দামে ল্যাপটপ। মাইক্রোসফট তাদের হারানো বাজার ফিরে পেতে এই সিদ্ধান্ত নিয়েছে। 

গুগল ক্রোম ওএস এবং ক্রোমবুক মূলধারার ল্যাপটপ বাজারে শক্ত অবস্থান করতে পারনি। তবে শিক্ষাথীদের কাছে কম দামে ল্যাপটপ দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। তাই মাইক্রোসফটও এই পথে হাঁটছে।

মাইক্রোসফট পার্টনারদের মাধ্যমে ল্যাপটপগুলো বাজারে নিয়ে আসতে যাচ্ছে। তাদের পার্টনারদের মধ্যে উল্লেখযোগ্য লেনোভো এবং জেডি।

লেনোভোর ১০০ই ল্যাপটপে থাকছে ইন্টেল অ্যাপোলো লেক সিরিজের প্রসেসর। এর মূল্য ধরা হয়েছে ১৮৯ ডলার বা ১৫ হাজার ৮০০ টাকা।

৩০০ই ল্যাপটপটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এর দাম ধরা হয়েছে ২৭৯ ডলার বা ২৩ হাজার ২৫০ টাকা।

জেডির একটি ট্যাবলেট হিসেবে এবং অন্যটি বায়োমেট্রিক সিকিউরিটি সুবিধা রয়েছে। এদের দাম ধরা হয়েছে ১৯৯ ডলার বা ১৬ হাজার ৬০০ টাকা এবং ২৯৯ ডলার বা ২৪ হাজার ৯০০ টাকা।

এগুলোর মূল্য ক্রোমবুককে লক্ষ্য করে করা হয়েছে। মাইক্রোসফট এইসব ল্যাপটপে সফটওয়্যারে নিয়ে আসতে যাচ্ছে নতুনত্ব।

এখন দেখতে হবে ভবিষ্যতে কি হয়। মাইক্রোসফট কি পারবে ক্রোমবুককে হারাতে।

 

তথ্য- দ্যা ভার্জ 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।