অ্যাপল হোমপড স্মার্টস্পিকার প্রি অর্ডার শুরু
প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বাজারে নিয়ে আসতে যাচ্ছে ওয়্যারলেস স্মার্টস্পিকার হোমপড। এটি ৯ ফেব্রুয়ারি বাজারে আসলেও এর প্রি-অর্ডার শুরু হবে ২৬ জানুয়ারী।
অ্যাপলের হোমপড টি বাজারে আসার কথা ছিলো গত বছরের নভেম্বরে। কিন্তু তা আর হয়নি। তবে অ্যাপল হোমপডটি উন্মোচন করে গত বছর ৫ই জুনে।
৭ ইঞ্চির হোমপডটি দিয়ে অ্যাপল মিউজিক থেকে গান শোনা যাবে। তা আইফোনের স্পিকার হিসেবেও ব্যবহার করা যাবে।
এটি দিয়ে ব্যবহারকারীরা খেলার খবর, খবর, আবহাওয়া এবং ট্রাফিক আপডেট জানতে পারবে।
এটিতে সিরি সমর্থন করে। এর সাহায্যে হোমপডের ব্যবহারকারীরা মেসেজ আদান – প্রদান করতে পারবে। তাছাড়া এতে টাইমারও সেট করতে পারবে ব্যবহারকারীরা।
অ্যাপলের হোমপডটির সাথে অ্যামাজন ইকো এবং গুগল হোমের প্রতিদ্বন্দ্বিতা হবে।
এটি বাজারে দুটি রঙে পাওয়া যাবে তা হলো সাদা এবং ধূসর। অ্যাপল হোমপডটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ ডলার বা ২৯ হাজার টাকা।