হুয়াওয়ে অনার সিরিজ পাচ্ছে ওরিও
চলতি বছরের শুরুতেই হুয়াওয়ে ঘোষণা করেছিলো অনার সিরিজের ফোনগুলোতে ওরিও আপডেটের। ওরিও ওএসের কাষ্টমাইজ ইএমইউআই ৮ পাবে ফোনগুলো। অনার ৮ সর্বপ্রথম এই আপডেট পাবে।
ইএমইউআই ৮ হলো ওরিও র কাষ্টমাইজ ভার্সন। অনার সিরিজের ফোনগুলোতে ওরিও ফুল আপডেট পাবে না। যে সকল ফোনগুলো এই আপডেট পাবে তা হলোঃ
- অনার ৭এক্স
- অনার ৮
- অনার ভি৮
- অনার নোট৮
- অনার ৮ লাইট
- অনার ৯
- অনার ভি৯
- অনার ৯ লাইট
- অনার ভিউ ১০
ফোনগুলোতে কবে থেকে আপডেট আসা শুরু হবে তা জানানো হয়নি। উপরের ফোনের মধ্যে অনার ভিউ ১০ এই আপডেটসহ বাজারে এসেছে।
নতুন আপডেট পাওয়া কিছু ফোনে ব্যবহারকারীরা অ্যাডভান্সড এআই ফিচার ব্যবহার করতে পারবে।