ওয়ালটন বাজারে নিয়ে এসছে প্রিমো জিএইচ৭
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে নতুন আরেকটি স্মার্টফোন। এর মডেল হলো প্রিমো জিএইচ৭।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫.৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এর রেজুলেশন ৯৬০*৪৮০ পিক্সেল এবং ডিসপ্লে রেশিও ১৮:৯। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সলের ক্যামেরা। এতে এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা কম আলোতে ছবি তুলতে পারবে।
প্রিমো জিএইচ৭ স্মার্টফোনটিতে ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ ব্যবহার করা হয়েছে।
ফোনটি বাজারে চারটি রঙে পাওয়া যাবে তা হলো কালো, নীল, রুপালি এবং সোনালি।
ফোনটির মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৯৯৯ টাকা।