গুগল ক্লিপস ক্যামেরা বাজারে আসছে ফেব্রুয়ারিতে

টেক জায়েন্ট গুগল বাজারে নিয়ে আসতে যাচ্ছে এআই যুক্ত ছোট ক্যামেরা। এআই যুক্ত এই ক্যামেরার নাম দেওয়া হয়েছে গুগল ক্লিপস।

গুগল ক্লিপস ক্যামেরায় এআই প্রযুক্তি ব্যবহার করাই ক্যামেরা নির্ধারণ করে দিবে কখন ছবি বা ভিডিও তোলা দরকার। এর ফলের গুগল ক্লিপস এর ব্যবহারকারীরা তাদের বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে রাখতে পারবে।

গুগল ক্লিপস ক্যামেরাটার আকার মাত্র ২ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে থাকছে ১৩০ ডিগ্রি ফিল্ড অন ভিউ। এতে ১৬ জিবি স্টোরেজ রয়েছে। এটি দিয়ে ৩ ঘণ্টা ভিডিও করা যাবে।

এই ক্যামেরাটিতে ভিজুয়াল প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে ক্যামেরা নিজ থেকেই লাইটিং, ফ্রেমিং এবং এক্সপ্রেশন ঠিক রেখে ছবি তুলতে পারে। এছাড়া রয়েছে মোমেন্ট আইকিউ প্রযুক্তি।

ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ওয়াইফাই এর মাধ্যমে ফোন বা ল্যাপটপে ট্রান্সফার করা যাবে।

ক্যামেরাটি গুগল স্টোরের ওয়েবসাইট থেকে কেনা যাবে। তবে এটি বাজারে আসবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে।

গুগল ক্লিপস এর মূল্য ধরা হয়েছে ২৪৯ ডলার বা ২০ হাজার ৮০০ টাকা।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।