নকিয়া নিয়ে আসছে ৫জি চিপসেট
বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নকিয়া নিয়ে আসতে যাচ্ছে নতুন চিপসেট। এটি ৫জি উপযোগী। নকিয়ার এই চিপসেটের নাম রিফ সার্ক।
নকিয়া এটি সম্পর্কে জানিয়েছে, এটি এখনকার অন্যান্য চিপসেট থেকে ৩ গুণ বেশি শক্তিশালী হবে। এটি চিপস মডিউলের ২৮ জিবি থেকে প্রতি সেকেন্ডে ৮৪ জিবি পর্যন্ত ক্ষমতা বৃদ্ধি করবে।
এই চিপসেটের মাধ্যমে ৫জি চালু হলে ব্যবহারকারীরা ৫জি ব্যবহার করতে পারবেন এবং অনেক সুবিধা পাবেন। এছাড়া এর ফলে অপারেটরদের নেটওয়ার্কের অ্যান্টিনার খরচ, আকার এবং পাওয়ার কনজাম্পশন কমিয়ে আনবে।
এটি একটি সেল টাওয়ারে প্রতিস্থাপনে প্রতি সেকেন্ডে ৬ টেরাবাইট হ্যান্ডেল করার জন্য স্ট্যাক করা হতে পারে।
এই চিপসেটটি চলতি বছরের ৩য় প্রান্তিকে শিপমেন্ট শুরু হবে। বর্তমানে নকিয়া ৩০ অপারেটরের সাথে কাজ করছে।