সর্বশেষ টেক নিউজমোবাইল-ম্যানিয়া

নকিয়া ৩৩১০ থাকছে ফোরজি

নকিয়ার জনপ্রিয় ফিচার ফোন ৩৩১০ বাজারে আনছে এইচএমডি গ্লোবাল। এই ফিচার ফোনেই ফোরজি সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। 

এইচএমডি গ্লোবাল ফোনটি চীনের বাজারে নিয়ে এসেছে। এতে ফোরজি ব্যবহার করার সুবিধা থাকছে।

ফোনটিতে থাকছে ২.৮ ইঞ্চি ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা ব্লুটুথ সুবিধা পাবে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করার জন্য ফোরজি সুবিধা তো রয়েছে।

ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৫১২ মেগাবাইট। তবে তা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে থাকছে এলইডি ফ্ল্যাশ।

নকিয়া ৩৩১০ ফোনটি দিয়ে ওয়াইফাই ব্যবহারের সুবিধা।

এতে থাকছে ১ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

ফোনটি বর্তমানে চীনের বাজারে পাওয়া যাচ্ছে। তবে তা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের পর থেকে অন্যান্য দেশেও পাওয়া যাবে।

নকিয়া ৩৩১০ ফোরজি ফোনটির দাম জানা যায়নি। তবে এর দাম থ্রিজি মডেলের চেয়ে একটু বেশি হবে।

এখন চোখ রাখতে হবে আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের দিকে।

 

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।