গুগল সার্চ স্নিপেটে পরিবর্তণ আসছে
সার্চ জায়েন্ট গুগল এবার সার্চ রেজাল্টে পরিবর্তণ আনতে যাচ্ছে। গুগল সার্চ রেজাল্টে বক্স আকারে যে সকল তথ্য দিয়ে থাকে তাই হল স্নিপেট।
বর্তমানে গুগল শুধুমাত্র একটি স্নিপেট দেখিয়ে থাকে তবে তা ভবিষ্যতে আরো বেশি দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীরা আরো অনেক তথ্য খুব সহজে জানতে পারবে।
স্নিপেটে ভুল তথ্য প্রদান করাই গুগলকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। গুগল তাদের স্নিপেটে যে সকল ভুয়া তথ্য প্রদান করেছিলো তা হল মহিলারা শয়তান, ফ্যাসিষ্ট বিরোধীদের পৃথিবীকে নিয়ে ধারণা সরলসহ আরো অনেক ভুল তথ্য।
সমালোচনার মুখে পড়ে গুগল স্নিপেটে পরিবর্তণ আনার সিদ্ধান্ত নিয়েছে। গুওল এই বিষয়ে জানিয়েছে, এর মান বাড়াতে রেটার গাইডলাইন আপডেট করবে। এর ফলে রেটার কর্মীরা নির্ভুলভাবে আরো ভুয়া তথ্য শনাক্ত করতে পারবে।
গুগল আরো জানিয়েছে, গুগল মান সম্পন্ন কনটেন্টের উপর বেশি জোর দিবে এবং নিম্নমানের কনটেন্টের প্রচার কমিয়ে দিবে।