প্রতিবেদন

ব্যান্ডউইথের পাইকারি মূল্য কমিয়েছে বিএসসিসিএল

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ব্যান্ডউইথের পাইকারি মূল্য কমিয়েছে ১০ থেকে ১৫ শতাংশ। এর ফলে পাইকারি ক্রেতারা অনেক লাভবান হবেন। 

এই বিষয়ে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেছেন, দাম কমানোর এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, এখন ভারত থেকে যে মূল্য ব্যান্ডউইথ রপ্তানি হচ্ছে সেই দামের সাথে মিল করতেই পাইকারিভাবে ব্যান্ডউইথের মূল্য কমানো।

এই দাম কমানোর ফলে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে প্রতি মেগাবাইটের জন্য পাইকারি মূল্য পড়বে ৩০০ টাকা। আর কক্সবাজারে প্রতি মেগাবাইটের মূল্য পড়বে ৩১০ টাকা।

বর্তমানে আমাদের দেশে ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে ৫৫৭ জিবিপিএস। এর মধ্যে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরবরাহ হচ্ছে ৩৫২ জিবিপিএস।

এই মূল্য কমার ফলে দেশে ইন্টারনেটের বিস্তার আরো বেশি হবে। কম দামে গ্রাহকরা ইন্টারনেট সেবা পাবে।

তবে পাইকারি পর্যায়ে দাম কমলেও খুচরা পর্যায়ে কমতে আরো সময় লাগবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।