স্বল্পমূল্যের ফোনে মিডিয়াটেকের ফেইস আনলক ফিচার
মিডিয়াটেক স্বল্পমূল্যের ফোনের জন্য নিয়ে এসেছে ফেইস আনলক ফিচার। এর ফলে ব্যবহারকারীরা ফেইস আনলক ফিচার ব্যবহারের স্বাদ পাবে।
এই প্রসেসরে ফেইস শনাক্ত করার জন্য বিশেষ কোর যুক্ত করা হচ্ছে। এটিতে ১৮:৯ রেশিও ডিসপ্লে সমর্থন করবে।
এই প্রসেসরে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং পোর্ট্রেট মোড থাকছে।
এই ফিচার নিয়ে মিডিয়াটেক দাবি করেছে, তাদের প্রযুক্তি মাত্র ০.৫ সেকেন্ডে চেহারা শনাক্ত করতে পারবে। এতে কোনো ইন্টারনেট লাগবে না।
অ্যান্ড্রয়েড গো ও এমটি৬৭৩৯ ফোন ফিচার সমৃদ্ধ ফোন প্রথম ভারতের বাজারে আসবে। ভারতের বাজারে রিলায়েন্স জিওর মাধ্যমে বাজারে আনা হবে। এটি মার্চ মাসে বাজারে আসবে এবং এর মূল্য ধরা হয়েছে ৫ হাজার রূপি।
এখন দেখার বিষয় ফোনগুলোতে এই ফিচার কেমন কাজ করে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।