টুইটারে চলে এলো বুকমার্কস
টুইটারের পণ্য নকশাকারী টিনা কোয়ামা গত বছর বলেন,
“#সেইভফরলেটার দলের পক্ষ থেকে সংবাদ! আমরা নতুন ফিচারকে ‘বুকমার্কস’ডাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ কনটেন্ট মজুদ করার ক্ষেত্রে এটি সাধারণভাবে ব্যবহৃত নাম এবং এটি ন্যাভিগেশনের অন্যান্য ফিচারের সঙ্গে ভালোভাবে মানানসই”।
এই ফিচারের মাধ্যমে গ্রাহক ব্যক্তিগতভাবে টুইট ফ্ল্যাগ করে রাখতে পারবেন। ফলে যখন তাদের সময় হবে তখন এই টুইটগুলো পড়তে পারবেন। এবার গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আগে টুইট লাইক করার মাধ্যমে এই সুবিধা পেতেন গ্রাহক। কিন্তু নতুন বুকমার্কিং ফিচারের মাধ্যমে টুইট লাইক না করেই সেগুলো মজুদ করতে পারবেন গ্রাহক। আর এতে কোন টুইটগুলো মজুদ করা হয়েছে তা গোপন থাকবে। টুইট লাইক করলে অন্য গ্রাহক জানতে পারতেন তার টুইট মজুদ করা হয়েছে।
কোনো টুইট বুকমার্ক করতে গ্রাহক-এর নিচে নতুন শেয়ার বাটন দেখতে পাবেন। এর মাধ্যমে সরাসরি বার্তায় টুইট শেয়ার বা বুকমার্জ করতে পারবেন গ্রাহক।
টুইটারের পক্ষ থেকে বলা হয়, ‘বুকমার্কস বা সেইভ ইট লেটার’ফিচারটির জন্য অনেক গ্রাহক অনুরোধ জানিয়েছেন।
তথ্য সূত্রঃ- “The Verge”
গত বছর টুইটার এর দেয়া ঘোষণা টা পড়তে পারেন নীচের লিংক এ
Thank you
It will help foe SEO.