বন্ধ হয়ে গেলো সারাহা অ্যাপ
সারাহা একটি আরবি শব্দ। এর অর্থ হলো- আন্তরিকতা।
খুব কম সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পাওয়া অ্যাপ সারাহা। ভাইরাল হওয়া সেই সারাহা অ্যাপটি এবার সরিয়ে ফেলা হলো গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে।
গত বছর জুলাইতে হয় সারাহা অ্যাপ প্রকাশিত হয়। খুব কম সময়ের মধ্যেই বিশ্বে দারুণ জনপ্রিয় হয়ে উঠে সারাহা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা পরিচয় গোপন করে অন্যকে নানা মেসেজ পাঠাতেন।
এই অ্যাপের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নাগরিক ক্যাটরিনা কলিনস অভিযোগ দায়ের করেছিলেন।
তাঁর অভিযোগ, তিনি এবং তাঁর মেয়ে সারাহা অ্যাপের কাণ্ডকারখানা নিয়ে বেশ ভয়েই ছিলেন। কারণ তাঁর মেয়ে এই অ্যাপের মাধ্যমে নানা ধরনের অশ্লীল মেসেজ পেতেন।
অ্যাপের এই ধরনের অপব্যবহার নিয়ে অভিযোগ করেন ক্যাটরিনা কলিনস। পরে বিষয়টি খতিয়ে দেখে গুগল এবং অ্যাপল কর্তৃপক্ষ। এরপরই জনপ্রিয় এই অ্যাপটি স্টোর থেকে সরিয়ে ফেলা হয়।
অ্যাপটির ব্যবহার আমি দারুন ভাবে উপভোগ করেছি অনেক মজারও ছিল l
দারুণ মজার ছিল অ্যাপটা আসলেই