সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

উইচ্যাট’এ ১ বিলিয়ন গ্রাহক

মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটির মাইলফলক পার হয়েছে।

উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী পনি মা সম্প্রতি এ তথ্য জানান। চীনা এই অ্যাপ মেসেজিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল পেমেন্ট, গেমস, খবরসহ নানা রকম সুবিধা দেয়।

পনি মা বলেন,

বিশ্বব্যাপী মাসিক হিসাবে ১ বিলিয়ন অর্থাৎ  ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট। ভবিষ্যতে আরও কারিগরি উদ্ভাবন যুক্ত হবে এতে।

পানি মার পক্ষ থেকে মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটি জানানো হলেও প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র সম্প্রতি জানান, ওই অ্যাপের মোট অ্যাকাউন্টের সংখ্যা ১০০ কোটি।

 

তথ্য সূত্রঃ- “ABC News”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।