সর্বশেষ টেক নিউজপ্রযুক্তি-বাজার

গেইমিং মাউস নিয়ে এসেছে শাওমি

বিখ্যাত চাইনিজ ব্র্যান্ড শাওমি এইবার গেইমিং মাউস নিয়ে হাজির হয়েছে। এর মাধ্যমে তারা প্রায় সব ধরণের ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে। এই গেইমিং মাউসটি তৈরি করার পিছনে প্রধান কারণ হলো সদ্য উন্মোচিত হওয়া গেইমিং ল্যাপটপের সাথে যেন একই ব্র্যান্ডের গেইমিং মাউস ব্যবহার করা যায়। এটি একটি ওয়্যারলেস মাউস। তবে তা তার দিয়েও ব্যবহার করা যাবে।

এই গেইমিং মাউসটিতে রয়েছে আরজিবি লাইটিং। সাথে থাকছে ৬টি বাটন। এর ফলে সহজে প্রোগ্রাম করা যাবে। এর ডান পাশে রয়েছে ৩টি গেইমিং বাটন।

MiJia-Blasoul-Y720-3

এতে সর্বোচ্চ ৭২০০ ডিপিআই গেইমিং সেন্সর রয়েছে যার ফলে দ্রুত কার্সর নাড়ানো যাবে। সর্বোচ্চ ৫টি স্পিড মোড প্রোগ্রাম করা যাবে। এতে ৩০জি ট্র্যাকিং অ্যাক্সেলেরেশন এবং এর ট্র্যাকিং স্পিড ১৫০ আইপিএস। এই গেইমিং মাউসটিতে সর্বোচ্চ ১০০০ হার্জ পোলিং অপশন সেট করা যাবে।

১৩৭ গ্রাম ওজনের এই গেইমিং মাউসটির মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৮০০ টাকা।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।