ফ্রিল্যান্স ড্রাইভারদের ঠকাচ্ছে উবার
ফ্রিল্যান্সার ড্রাইভারদের সাথে কিভাবে উবার প্রতারণা করছে তার প্রমান দেখুন। উবারে যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনার ফেয়ারগুলো ম্যানুয়ালি হিসাব করে দেখুন, আপনাদের সাথে এমন হয়ে থাকলে কমেন্ট বক্সে জানান।
গত ৩ আগস্ট ২০১৮ এর ৫ঃ২৫ এর একটি ট্রিপে ফেয়ার নিয়ে সন্দেহ হওয়ায় কল করলাম উবার ড্রাইভার সাপোর্ট হেল্পলাইন +09612-111777 নাম্বারে কল করে বিষয়টি জানালে সেখান থেকে বলা হয় ফেয়ার কাউন্ট ঠিকই রয়েছে । এখানে ফেয়ার দেখাচ্ছে ১১৪ টাকা অথচ, ম্যানুয়ালি ভাড়া হিসাব করলে দাড়ায়
বেস ফেয়ার = ৩০.০০ টাকা
কিঃমিঃ হিসেবে (১২*১০.৬৫) =১২৭.০৮ টাকা
প্রতি মিনিট ১ টাকা (৩৪.২১)মিমিট= ৩৪.২১ টাকা
সর্বমোট ফেয়ার =১৯১.২৯ টাকা
গত ৯ জুলাই ২০১৮, ৬ঃ২৮ এর আর একটি ট্রিপ দেখাই যেখানে ফেয়ার এসেছে ১৪৪/= মাত্র। অথচ, ম্যানুয়ালি ভাড়া হিসাব করলে দাড়ায়
বেস ফেয়ার = ৩০.০০ টাকা
কিঃমিঃ হিসেবে (১২*১১.৯৯) =১৪৩.৮৮ টাকা
প্রতি মিনিট ১ টাকা (৪৯.৫২)মিমিট= ৪৯.৫২ টাকা
সর্বমোট ফেয়ার =২২৩.৪০ টাকা
ইনফরমেশন দেয়ার জন্যে থ্যাংকস
জনগনের টাকা লুটপাট করে খাচ্ছে সরকারি আমলারা। সর্বশেষ ড্রাইভার দের টাকা খেয়ে নিচ্ছে উবার আর পাঠাও মিলে।দেখার কেউ নেই।ইশ্বর তুমি ঐ ভদ্র পল্লীতেই থাক আর আসার দরকার নেই।