অক্টোবরে আসছে শাওমি এমআই ৮ ইয়ুথ
চীনা নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে নিয়ে আসছে একের পর এক নতুন স্মার্টফোন। সেই তালিকায় যুক্ত হচ্ছে শাওমি এমআই ৮ ইয়ুথ এডিশন। জানা যাচ্ছে যে নতুন এই স্মার্টফোনটি ১৯ই অক্টোবর আসতে পারে।
এই স্মার্টফোনের ডিজাইন শাওমি এমআই ৮ এর অন্যান্য মডেলের সাথে মিল থাকলেও এটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়নি। ধারণা করা হচ্ছে ফোনটির ডিসপ্লেতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সাথে ফেইস আইডিতো আছেই।
শাওমি এমআই ৮ ইয়ুথ ফোনটি সর্বপ্রথম শাওমির মুখপাত্র ইউ ইফানের হাতে দেখা গেছে।
ফোনটিতে থাকছে ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এর ডিসপ্লে রেজুলেশন ২২৮০*১০৮০ এবং রেশিও ১৯ঃ৯। ডিভাইসটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০। ফোনটিতে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে।
ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে ৩২৫০ এমএএইচ ব্যাটারি। ফোনটির অপারেটিং সিস্টেম সম্পর্কে এখনো জানা যায়নি।
চীনা বাজারে ফোনটির দাম হতে পারে ১ হাজার ৯৯৯ ইউয়ান। সেই হিসেবে বাংলাদেশে ফোনটির মূল্য ২৫ হাজার টাকা হতে পারে।
দেখা যাক শাওমি নতুন কি আকর্ষণ নিয়ে আসে। নতুন কোনো চমক দেখাতেও পারে শাওমি। এখন শুধু অপেক্ষা অক্টোবর মাসের।
সূত্রঃ গিজ চায়না