নেপালে পাঠাও
রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও তাদের কার্যক্রম দেশের বাইরে শুরু করতে যাচ্ছে। তাদের এই কার্যক্রম নেপালে শুরু করতে যাচ্ছে দেশীয় এই প্রতিষ্ঠানটি।
এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে পাঠাও। এ জন্য প্রতিষ্ঠানটি নেপালে কর্মী নিতে সেই দেশের শীর্ষ স্থানীন জব পোর্টালে বিজ্ঞপ্তি দিয়েছে।
নেপালে পাঠাও তাদের কার্যক্রম আগামি কয়েক সপ্তাহের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। এটি নিয়ে একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে পাঠাও।
Gepostet von Pathao am Samstag, 8. September 2018
২০১৬ সালে বাইক শেয়ারিং রাইডের মাধ্যমে যাত্রা শুরু করে পাঠাও। এরপর সেখানে যুক্ত হয়েছে গাড়ি এবং ফুড ডেলিভারি সার্ভিস। বর্তমানে প্রতিষ্ঠানটির আর্থিক মূল্য ১০০ মিলিয়ন ডলার বা ৮২০ কোটি টাকা।
আশা করি দেশের মতো নেপালেও সফলতা পাবে পাঠাও এবং শীর্ষ রাইড শেয়ারিং সার্ভিসে পরিণত হবে। টেকমাস্টার ব্লগের পক্ষ থেকে অনেক শুভ কামনা রইলো।