সর্বশেষ টেক নিউজ

ভিভোর ৫জি ফোনের পরীক্ষা সফল

চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো সফলভাবে ৫জি ফোনের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষায় ভিভো নেক্স এস মডেলের ফোন ব্যবহার করেছে। 

ভিভো তাদের নেক্স এস ফোনটিকে কিছুটা মডিফাই করে এই পরীক্ষা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের এক্স৫০ মডেম। এই প্রযুক্তিটি কোয়ালকম গত ফেব্রুয়ারিতে বাজারে আনে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১ম ধাপের প্রোটোকল ও সিগন্যাল পরীক্ষা তারা সফলভাবে শেষ করছে। এই পরীক্ষায় এনএসএ মডেল যুক্ত করা হয়েছে যা থ্রিজিপিপি রিলিজ মান ১৫  সমর্থণ করে। থ্রিজিপিপি হলো থার্ড পার্টনারশিপ প্রজেক্ট। এতে এলটিই এবং নিউ রেডিও এই দুটি সংযোগ একটি অ্যান্টেনায় ব্যবহার করা হয়েছে।

ভিভো জানিয়েছে, তাদের মূল লক্ষ ২০১৯ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ৫জি ডিভাইস বাজারে নিয়ে আসা।

মাসখানেক আগে অপ্পোও তাদের ডিভাইসে সফলভাবে ৫জি পরীক্ষা চালিয়েছে এবং তারা ৫জি হ্যান্ডসেট নির্মাণের ঘোষণা দেয়।

এই বছরই ভিভো তাদের ডিভাইস ভিভো এক্স২১ এবং ভিভো নেক্সে প্রথমবারের মতো ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করেছে।

এখন দেখা যাক আরো নতুন কি চমক নিয়ে আসে ভিভো।

তথ্যঃ ইকোনোমিক টাইমস 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।