গুগল ইনবক্স সেবা বন্ধ হচ্ছে
সার্চ জায়ান্ট গুগল তাদের আরেকটি সেবা বন্ধ করতে যাচ্ছে। এই জন্য গুগল ইনবক্স সেবার সব ফিচার জিমেইলে যুক্ত করা হচ্ছে।
গুগল ইনবক্স সেবাটি চালু হয়েছিলো প্রায় ৪ বছর আগে এবং এটির মূল উদ্দ্যেশ ছিলো আধুনিক ইমেইল সেবা প্রদান করা। জিমেইল অ্যাপে গুগল ইনবক্সের অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছে। যেমন ম্যাসেজ থ্রেডিং, প্রয়োজনীয় মেইল আলাদা করা, মেইলের উত্তর দেয়া, সোয়াইপ জেসচারের মাধ্যমে ট্র্যাশ করা, একাধিক ইমেইল এক ইনবক্সে দেখানো।
তবে এই সেবাটি বন্ধ করার আগে গুগল এই সেবার সকল ফিচার জিমেইলে যুক্ত করবে। এই বিষয়ে গুগল জানিয়েছে, এখনো কিছু ফিচার জিমেইলে যুক্ত করা বাকি। এর মধ্যে রয়েছে ইমেইল একত্র করে বান্ডেল তৈরি, ইমেইলের বডি থেকে সরাসরি টু-ডু লিস্টে এন্ট্রি তৈরি করার মতো ফিচার।
তবে ইনবক্স সেবাটি বন্ধ করা হবে আগামী বছরের মার্চে।