শাওমির নতুন স্মার্টওয়াচ অ্যামাজফিট ভার্জ
বিখ্যাত চাইনীজ ব্র্যান্ড শাওমির সাব ব্র্যান্ড হুয়ামি নতুন একটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে। স্মার্টওয়াচটি হল অ্যামাজফিট ভার্জ।
স্মার্টওয়াচটিতে দেখতে সাধারণ ঘড়ির মতো। এতে ১.৩ ইঞ্চি গোলাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৩৬০*৩৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্ণিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। এর পুরুত্ব ১২.৬ মিলিমিটার এবং ওজন ৪৬ গ্রাম।
এই স্মার্টওয়াচটিতে হার্ট রেট মনিটারিং সিস্টেম রয়েছে। ফলে হার্টের রোগীদের জন্য অনেক ভালো কাজে দেবে। এতে এনএফসি সুবিধা রয়েছে।
জিপিএস সুবিধাযুক্ত স্মার্টওয়াচটিতে ৫১২ মেগাবাইটের র্যাম এবং ৪ জিবি রম রয়েছে। এতে মাইক্রোফোন সুবিধা রয়েছে। যা দিয়ে লাউডস্পিকারের মাধ্যমে কথাও বলা যাবে।
পানিরোধক এই স্মার্টওয়াচটি শাওমির ওয়াচ অপারেটিং সিস্টেম চালিত। এটি একবার চার্জ দিলে টানা ৫ দিন ব্যবহার করা যাবে। এটির মূল্য ধরা হয়েছে ১১৫ ডলার বা ৯ হাজার ৬৫০ টাকা।
বাংলাদেশে কি এই প্রাইস এ এই ফোন অরজিনাল পাওয়া যাবে ?
এর আগের ফোন বিক্রয় করে ডিসি bikroyads.com
আপনাদের নতুন পোস্ট এর জন্য অপেক্ষায় আছি