প্রযুক্তি-বাজারসর্বশেষ টেক নিউজ

এয়ারপডসের স্বাদ দিতে শাওমির এয়ারডটস ইয়ুথ এডিশন

চীনা ব্র্যান্ড শাওমি নতুন একটি পণ্য বাজারে নিয়ে আসতে যাচ্ছে। সেটি হলো এমআই এয়ারডটস ইয়ুথ এডিশন। এটি দিয়ে অ্যাপলের এয়ারপডসের স্বাদ পাওয়া যাবে।এমআই এয়ারডটস ইয়ুথ এডিশনে ৭.২এমএম অডিও ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এর গলে ভালো বেস এবং স্টোরিও সাউন্ড পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে টাচ সুবিধা। সকল কাজ টাচের মাধ্যমে করতে হবে। মিউজিক নিয়ন্ত্রণ করা, কল ধরা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট এটির মাধ্যমে ব্যবহার করা যাবে।

শাওমি এয়ারডটস ইয়ুথ

এই এয়ারফোনটিতে ৫.০ সমর্থিত ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। এর ফলে এটি আর ভালোভাবে ব্যবহার করা যাবে।

এটি একবার চার্জ করে ৪ঘণ্টা চালানো যাবে। এটি চার্জ দেওয়ার জন্য রয়েছে চার্জিং কেস। বলা যেতে পারে এটি প্রায় এয়ারপডসের মতো করে তৈরী। কেসের মধ্যে থাকা নির্দিষ্ট জায়গায় এয়ারবাড রেখে এটি চার্জ করা যাবে। এর জন্য কোনো সোর্সের দরকার হবে না। কেসটি ১২ ঘণ্টা ব্যাকআপ দিতে পারে।

এয়ারপডসের স্বাদ দিতে শাওমির এয়ারডটস ইয়ুথ এডিশন 2

৪.২ গ্রাম ওজনের এমআই এয়ারডটস ইয়ুথ এডিশনের প্রি-অর্ডার চীনের বাজারে শুরু হয়ে গেছে। চীনের  গ্রাহকরা এটি ১১ই নভেম্বর থেকে বাজারে পাবে। তবে এটি বাংলাদেশে করে থেকে পাওয়া যাবে তা জানা যায়নি। বাংলাদেশী টাকায় এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৫০ টাকা।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।