সর্বশেষ টেক নিউজহার্ডওয়্যার

স্যামসাং’র নতুন প্রসেসর এক্সিনোস ৯৮২০

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট প্রতিষ্ঠান উন্মোচন করেছে তাদের নতুন প্রসেসর। যার মডেল হলো এক্সিনোস ৯৮২০। এটি ৯৮১০ থেকে ৪০% বেশি শক্তিশালি। এই প্রসেসসরটি স্যামসাং গ্যালাক্সি এস১০ এ ব্যবহার করা হবে।

এই প্রসেসরটিতে রয়েছে আধুনিক অনেক প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ)। এটির মাধ্যমে এআই এর সকল কাজ করা হবে এবং এটি খুব দ্রুত এআই প্রসেস করতে পারবে। এই এআই প্রযুক্তি এস৯ এবং নোট ৯ থেকে ৭% বেশি দ্রুত কাজ করতে পারবে।

এতে ব্যবহার করা হয়েছে ২টি এআরএম কর্টেক্স এ৭৫ কোর এবং ৪টি এআরএম কর্টেক্স এ৫৫ কোর। এতে এলটিই সুবিধা রয়েছে। এর ডাউনলোড স্পিড সর্বোচ্চ ২ জিবিপিএস এবং আপলোড স্পিড ৩১৬ এম্বিপিএস।

গেইম খেলার জন্য এতে রয়েছে মালি জি৭৬ জিপিইউ। এই প্রসেসরের মাধ্যমে ফোনে সামনে এবং পিছনে ২২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা যাবে। এটি দিয়ে ৩০এফপিএসে ৮কে এবং ১৫০এফপিএসে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।

এখন অপেক্ষা গ্যালাক্সি এস১০ উন্মোচিত হওয়ার। এরপরই জানা যাবে প্রসেসরটি কেমন হতে পারে।

স্যামসাং'র নতুন প্রসেসর এক্সিনোস ৯৮২০ 2

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।