আইফোন ১০ বিস্ফোরণ
মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ১০ সফটওয়্যার আপডেট নেওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে। আইওএস ১২.১ আপডেট নেওয়ার সময় এমন ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ফেডারেল ওয়ের বাসিন্দা রকি মোহাম্মদের সাথে। তিনি এই ঘটনাটি তার নিজের টুইটারে টুইট করছেন। তিনি জানিয়েছেন, আপডেট নেওয়ার সময় তার ফোনটি চার্জে লাগানো ছিলো। আপডেটের পর ফোনটি রিস্টার্ট নেওয়ার পর অনেক গরম হয়ে যায়। তাই তিনি হাতে নিয়ে সাথে সাথে ফোনটি ফেলে দেন। এরপর ফোন থেকে ধোঁয়া এবং আগুন ধরে যায়।
তিনি আরো জানিয়েছেন, তিনি অ্যাপলের আফিশিয়াল চার্জার দিয়েই চার্জ দিচ্ছিলেন ফোনটি। তিনি গত জানুয়ারিতে ফোনটি কিনেছেন। এতদিন ফোনটি ভালোই চলছিলো।
অ্যাপল তার টুইটের জবাবে জানিয়েছে, এটা আইফোন ১০ এর স্বাভাবিক আচরণ না। দ্রুত ক্রুটি সমাধান করা হবে। এর জন্য রকি মোহাম্মদের ফোনটি দেখতে চেয়েছে।
আইফোন ১০ ব্যবহারকারীরা সর্তক থাকুন😜।